জরুরী ঘোষণা : সম্মানিত সহকর্মী বৃন্দদের জানানো যাচ্ছে যে, আগামী ২৪/১২/২০২৫ইং রোজ বুধবার সকাল ১০.৩০ টায় ফলাফল ঘোষণা সংক্রান্ত (শিক্ষক+পরিচালনা পরিষদ) যৌথ সভা শিক্ষল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকলের উপস্হিতি একান্ত ভাবে কামনা করছি। বিষয় টি অতীব জরুরি।